ফেসবুক মার্কেটিং বিষয়টি কি এবং কেন?
ফেসবুক মার্কেটিং বিষয়টি কি এবং কেন?
![]() |
ফেসবুক মুলত একটি সামাজিক যোগাযোগের মাধ্যম। ফেসবুকে লক্ষ লক্ষ মানুষ যুক্ত রয়েছে।
তারা একে অপরের সাথে ফ্রেন্ড, ফলোয়ার, গ্রুপ, পেজ এর মাধ্যমে যুক্ত।
ফেসবুক ব্যবহার কারীরা তারা তাদের ব্যক্তিগত, ব্যবসায়িক সহ বিভিন্ন ধরণের কর্মকান্ড
শেয়ার করে থাকে। লক্ষ লক্ষ ফেসবুক ব্যবহার কারীর মাঝ
থেকে আপনি আপনার বিজনেসের জন্য টার্গেটেড মানুষগুলোকে খুজেবের করতে পারব। শুধুমাত্র
এই ফেসবুকেই আপনার বিজনেসের জন্য লক্ষ লক্ষ সুপার টার্গেটেড অডিয়েন্স পাব।
No comments