জেএসসি রেজাল্ট ২০১৭ সবার আগে কিভাবে পাবো?
কিভাবে পাব রেজাল্ট?
বাংলাদেশ মাধ্যমিক শিক্ষাবোর্ড এর অধিনস্থ জেএসসি রেজাল্ট ২০১৭ প্রকাশ করা হবে আগামী ৩০ শে ডিসেম্বর বেলা ২ ঘটিকার সময়। রেজাল্ট নিয়ে সবার ভাবনা চিন্তার শেষ নািই। কিভাবে বন্ধুর আগে কাক্ষিত রেজাল্ট হাতে পাবো? সবার আগে রেজাল্ট নিতে চাইলে অবশ্যই আপনাকে মোবাইল এর মেসেজ অপশন বেচে নিতে হবে। কারণ ওয়েব সা্ইট তখন ব্যান্ডউইত এর সমস্যার কারনে জ্যাম থাকে। ওয়েব সাইট থেকে রেজাল্ট পেতেচাইলে বিকাল হয়ে যাবে বা নির্দিষ্ট স্কুল েএ রেজাল্ট পাওয়া যাবে। তাই অবশ্যই আপনাকে চতুর হতে হবে। তাহলে কিকরা লাগবে? হ্যা আপনাকে অবশ্যই একটি মোবাইল ফোন থেকে নিচের নির্দেনামত েএকটি এসএমএস পাঠাতে হবে।
JSC [space Fast Three Letters of Board space Your Roll Number space 2016 Send to 16222
![]() |
jsc result 2017 |
কখন পাঠাবেন এসএমএস ?
নির্দিষ্ট দিনে ঘোষনা মতে যখন রেজাল্ট দেওয়ার কথা অির্থাৎ যদি দুপুর ২.০০ টা হয় তাহলে ঠিক ২.০০ বাজার সাথে সাতে এসএমএস পাঠাতে হবে। তাহলেই আপনি সঙ্গে সঙ্গে রেজাল্ট পাবেন্। ২.০০ টার আগে এসএম দিলে কাজ হবে না। ধন্যবাদ আপনার রেজাল্ট হউক আপরার পরিশ্রমের ফসল।
No comments